বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের আয়ের হিসাব ১০ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম।বুধবার (১৪ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা শহরে যত মিথ্যা এবং প্রতারণামূলক মামলা হয়েছে, বৃহস্পতিবারের মধ্যে তা প্রত্যাহার হবে।
আন্তর্জাতিক ট্রাইব্যুনালনের আওতায় বিদায়ী সরকারের সর্ব্বোচ পর্যায় পর্যন্ত বিচার করা সম্ভব বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, জুলাইয়ের গণহত্যার (৫ জুলাই থেকে ৫ আগস্ট) ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব।