বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দিচ্ছে ৪ ক্যাটাগরির ‘রিসার্চ ফেলোশিপ’ - দৈনিকশিক্ষা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দিচ্ছে ৪ ক্যাটাগরির ‘রিসার্চ ফেলোশিপ’

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

জীবপ্রযুক্তি বিষয়ে উচ্চতর গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এনআইবি রিসার্চ ফেলোশিপদেবে। এ ফেলোশিপের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। এ জন্য মানতে হবে কিছু শর্ত।

এনআইবি রিসার্চ ফেলোশিপ চারটি ক্যাটাগরিতে দেওয়া হবে। এগুলো হলো—পোস্ট ডক্টরাল ফেলো, ডক্টরাল ফেলো, পোস্টগ্র্যাজুয়েট ফেলো ও এমএসসি/এমএস থিসিস ফেলো।

ফেলোশিপ ও ভাতার পরিমাণ

১.
পোস্ট ডক্টরাল ফেলো। এ ফেলোশিপে মাসিক ৬০ হাজার টাকা। এ ছাড়া বার্ষিক আনুষঙ্গিক ভাতা ১ লাখ ২০ হাজার টাকা।

২.
ডক্টরাল ফেলোতে ভাতা হিসেবে মাসে ৪০ হাজার টাকা। আনুষঙ্গিক ভাতা বছরে ৮০ হাজার টাকা।

৩.
পোস্টগ্র্যাজুয়েট ফেলোতে মাসে ২৫ হাজার টাকা এবং বছরে আনুষঙ্গিক ভাতা হিসেবে ৫০ হাজার টাকা।

৪.
এমএসসি/এমএস থিসিস ফেলোতে মাসে ১৫ হাজার টাকা।
পোস্ট ডক্টরাল ফেলো

১.
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি;

২.
স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ন্যূনতম তিনটি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়;

৩.
প্রার্থীর পিএইচডি পর্যায়ে স্বীকৃত দেশি-বিদেশি জার্নালে First author হিসেবে কমপক্ষে একটি (১) বৈজ্ঞানিক নিবন্ধ থাকতে হবে।

ডক্টরাল ফেলো

১.
বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রির জন্য নিবন্ধনকৃত (১. সুপারভাইজরি টিমে এনআইবির একজন বিজ্ঞানী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত);

২.
স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ন্যূনতম তিনটি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
পোস্টগ্র্যাজুয়েট ফেলোতে

১.
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তি বিষয়ে এমএস/এমএসসি (থিসিস)/এমফিল ডিগ্রিধারী বা বিশ্ববিদ্যালয়ে এমফিল ডিগ্রির জন্য নিবন্ধনকৃত (সুপারভাইজরি টিমে এনআইবির একজন বিজ্ঞানী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত);
২.
স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ন্যূনতম তিনটি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

এমএসসি/এমএস থিসিস ফেলোতে

১.
এনআইবির এমএস/এমএসসি থিসিস গবেষণা কার্যক্রম পরিচালনার নীতিমালা অনুসারে এনআইবিতে পূর্ণকালীন থিসিস অধ্যয়নরত বা থিসিসের জন্য মনোনীত।
আবেদনে সাধারণ শর্তাবলি—

১.
সব ধরনের থিসিস/গবেষণার কাজ আবশ্যিকভাবে এনআইবিতে এবং এনআইবির একজন গবেষণা তত্ত্বাবধায়কের অধীন সম্পন্ন করতে হবে।

২.
বায়োইনফরমেটিকস বিভাগের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স/আইসিটি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা, পোস্টগ্র্যাজুয়েট ও ডক্টরাল ফেলোশিপের জন্য এবং পিএইচডি ডিগ্রিধারীরা পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন;

৩.
আবেদন জমার শেষ তারিখে পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪৫ বছর, ডক্টরাল ফেলোশিপের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর এবং পোস্টগ্র্যাজুয়েট ফেলোশিপ ও এমএস/এমএসসি থিসিস ফেলোশিপের জন্য অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে;

৪.
‘জাতীয় জীবপ্রযুক্তি নীতির’ কর্মপরিকল্পনা অনুযায়ী এবং এনআইবিতে চলমান গবেষণা প্রকল্পগুলোর সঙ্গে সংগতিপূর্ণ একটি প্রকল্প প্রস্তাব অনলাইন আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত ফরমেটে নিম্ন প্রদত্ত ছক অনুযায়ী পিডিএফ ফাইল আপলোড করতে হবে (সর্বোচ্চ ২ পাতা যা ৫০০ কেবির মধ্যে হতে হবে)। এ জন্য সংশ্লিষ্ট বিভাগে কর্মরত বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

৫.
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের (শুধু যোগ্য) প্রস্তাবিত গবেষণা প্রকল্পের ওপর পাওয়ার পয়েন্টে উপস্থাপনা প্রদান করতে হবে। এ জন্য পোস্ট ডক্টরাল/ ডক্টরাল ফেলো প্রার্থীরা ১০ মিনিট এবং পোস্টগ্র্যাজুয়েট ফেলো ও এমএসসি/এমএস থিসিস প্রার্থী পাঁচ মিনিট সময় পাবেন।

৬.
ডক্টরাল ও পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য মনোনীত প্রার্থীদের প্রাথমিকভাবে এক বছরের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে এনআইবি কর্তৃক গঠিত এ-সংক্রান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ সাপেক্ষে পর্যায়ক্রমে এক বছর করে ডক্টরাল ফেলোশিপের মেয়াদ আরও তিন বছর এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা যেতে পারে।

৭.
এমএস/এমএসসি (থিসিস) ফেলোশিপের জন্য মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে ছয় মাস এবং এমএস/এমএসসি (থিসিস)/ এমফিল ডিগ্রিধারী বা এমফিল অধ্যয়নরত মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে এক বছরের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে এনআইবি কর্তৃক গঠিত এ-সংক্রান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ সাপেক্ষে এমএস/এমএসসি (থিসিস) ফেলোশিপের মেয়াদ আরও ছয় মাস এবং এমএস/এমএসসি (থিসিস) ডিগ্রিধারী বা এমফিল অধ্যয়নরতদের জন্য আরও এক বছর বৃদ্ধি করা যেতে পারে।

৮.
আবেদনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://nibf.teletalk.com.bdওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা

Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু হয়েছে গত ৩১ জুলাই থেকে।

Online-এ আবেদনপত্র পূরণের শেষ দিন ৩০ আগস্ট বিকেল ৪টা।

৩০ আগস্ট সময়সীমার মধ্যে User ID-প্রাপ্ত প্রার্থীরা Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এ আবেদন ফি জমা দেবেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির ওয়েবসাইটে এবং http://nibf.teletalk.com.bd

 

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0029988288879395