কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৭ টি বিভাগের ৫১ জন শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের উপ সচিব রতন কুমার মন্ডল স্বাক্ষরিত দুইটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ কর্মসূচির আওতায় ভৌতবিজ্ঞান গ্রুপের মোট ১ হাজার ২১৪ জন ছাত্র-ছাত্রী বা গবেষক ২০২৩ খ্রিষ্টাব্দে ১ জুলাই থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের ৬ জুন পর্যন্ত ১২ মাস সময়ের ফেলোশিপ বাবদ মোট ছয় কোটি সত্তর লাখ উননব্বই হাজার ছয়শত টাকা পাবে।
দুই ক্যাটাগরি ফিজিক্যাল সাইন্স ও বায়োকেমিক্যাল এন্ড মেডিক্যাল সায়েন্স থেকে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে ১৪ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ থেকে ৯ জন, গণিত বিভাগ থেকে ৮ জন, পরিসংখ্যান বিভাগ থেকে ৭ জন, রসায়ন বিভাগ থেকে ২ জন, ফার্মেসি বিভাগ থেকে ৮ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন মনোনীত হয়েছে। ফেলোশিপ পাওয়া মোট ৫১ জন শিক্ষার্থীদের প্রতি জন এককালীন ৫৪ হাজার টাকা পাবেন এই ফেলোশিপের আওতায়।
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ রাসেল বলেন, শিক্ষার্থীরা অনেক সময় টাকার অভাবে মান সম্পন্ন গবেষণা করতে পারে না। এনএসটি যে ফেলোশিপ দিয়েছে তা আর্থিকভাবে শিক্ষার্থীদের সহায়তা করবে। নতুন গবেষকদের জন্য এনএসটির এই ফেলোশিপ দেয়া নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ।
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যায়লের শিক্ষার্থীরাও যে জ্ঞান প্রাকটিসের জায়গায় আছে তার উদাহরণ হলো এই এনএসটি ফেলোশিপের আওতায় আসা। আমাদের শিক্ষার্থীদের রিসার্চ ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের এরকম সাফল্য ক্রমান্বয়ে বাড়তে থাকুক।