চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের ৯৪ দশমিক ০৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। তবে মানবিক বিভাগে পরীক্ষা দেয়াদের মধ্যে পাস করেছেন ৭১ দশমিক ৭২ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৮২ দশমিক ২২ শতাংশ পাস করেছেন।
এদিকে বিজ্ঞান বিভাগের ১ লাখ ৪৭ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অপরদিকে মানবিক বিভাগে ৪ হাজার ৬৪৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৫ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
শুক্রবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা ফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৫ লাখ ৪৩ হাজার ৯২ জন, মানবিক বিভাগে ৮ লাখ ১২ হাজার ৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২ লাখ ৭৮ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
ফলের পরিসংখ্যান বলছে, চলতি এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ বোর্ডে গড় পাস করেছে ৮০ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী। গতবার এ পাসের হার ছিল ৮৮ দশমিক ১০ শতাংশ। এবার শুধু এসএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২২০ শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৩৫ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
জানা গেছে, ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এ বছর এসএসসি ও সমমানে গড় পাস করেছেন ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।