বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ দৈনিক শিক্ষা

বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ

কোরিয়ান ব্যান্ড বিটিএসে আসক্ত হয়ে নেত্রকোণার আটপাড়ার দুই মাদরাসাছাত্রী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আটপাড়া উপজেলার মোবারকপুর ও মল্লিকপুর গ্রামে নিজবাড়ি থেকে নিখোঁজ হয় তারা।

কোরিয়ান ব্যান্ড বিটিএসে আসক্ত হয়ে নেত্রকোণার আটপাড়ার দুই মাদরাসাছাত্রী নিখোঁজ হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আটপাড়া উপজেলার মোবারকপুর ও মল্লিকপুর গ্রামে নিজবাড়ি থেকে নিখোঁজ হয় তারা। 

তারা হলেন, বরিউল আওয়ালের মেয়ে মীম আক্তার (১২) ও আবদুল খালেকের মেয়ে কামরুন্নাহার (১৩)। 

জানা গেছে, নিখোঁজ মীম ও কামরুন্নাহার নেত্রকোণার আটপাড়ার হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের অজান্তে স্মার্টফোনের মাধ্যমে তারা বিটিএসে আসক্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার বিভিন্ন দোকান থেকে তারা বিটিএসের স্টিকার সংগ্রহ করে। পরদিন বিকেলে কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদেরকে পায়নি।

মীম আক্তারের বাবা রবিউল বলেন, আমাদের অজান্তেই স্মার্টফোন ব্যবহার করে মীম। পরে জানতে পারি, মোবাইলফোনে সে বিটিএসে আসক্ত হয়েছে। কাউকে কিছু না জানিয়ে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। আমরা এখনো তাদের সন্ধান পাইনি।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুই মাদরাসাছাত্রী নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের সদস্যরা আমাকে অবগত করেছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ দুই শিক্ষার্থী বিটিএসে আসক্ত ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছে।