গাজীপুরের শ্রীপুরে গিলাশ্বর আব্দুল মজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয়ার ঘটনায় ১৪ জনের নামে মামলা হয়েছে।
তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই উল্লেখ করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা করেছেন।
তিনি বলেন, মামলায় ১৪ জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামা আসামি রয়েছে অনেকে। তদন্ত সাপেক্ষে কে বা কারা আগুন দিয়েছে তা শনাক্ত করা হবে।
শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন জানান, গিলাশ্বর আব্দুল মজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
গতকাল ভোরে শ্রীপুর গিলাশ্বর আবদুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুনের ঘটনা ঘটে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের জানালা দিয়ে কে বা কারা ভোরে শ্রেণিকক্ষে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রেণিকক্ষের দশটি বেঞ্চ, চারটি জানালা৷ দুইটি বৈদ্যুতিক পাখাসহ আনুষঙ্গিক সরঞ্জাম পুড়ে গেছে।