কোমলমতি শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে দিনভর মুখর থাকতো সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের মাঠ। সেটি দখল করে প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট চৈতন্য সরকার ও টেকনিক্যাল এসিস্ট্যান্ট রাসেল আহম্মেদ মাষকলাই চাষ করেছেন। শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে এমন কাজ করায় সুপারিনটেনডেন্টের বিচার দাবি করেছেন সচেতনমহল। এছাড়াও অভিযোগ রয়েছে, সুপারিনটেনডেন্ট চৈতন্য নিজ খেয়াল- খুশিমতো প্রতিষ্ঠানটি পরিচালনা করেন।
এ প্রতিষ্ঠানটিতে প্রায় ৩১৮ জন শিক্ষার্থী ক্লাসের পাশাপাশি হাতে-কলমে শিক্ষা নিচ্ছে। বস্ত্র অধিদপ্তরের এই প্রতিষ্ঠিানটিতে ১২ জন স্টাফ রয়েছে। খেলাধুলা বাদ দিয়ে খেলার মাঠে মাষকলাই চাষ করায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও স্থানীয়রা খেলাধুলা করার কোনো সুযোগ পাচ্ছে না। সরজমিন দেখা যায়, বেলা ১১টায় প্রতিষ্ঠানটিতে কোনো শিক্ষক নেই। অফিস সহকারী আবু রায়হান দাপ্তরিক কাজ করছেন। মাঠে মাষকলাই চাষের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সুপারিনটেন্ডেন্ট চৈতন্য সরকার ও টেকনিক্যাল এসিস্ট্যান্ট রাসেল আহম্মেদ মিলে চাষ করছেন। এ ব্যাপারে রাসেল আহম্মেদ মুঠোফোনে জানান, সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেই মাষকলাই চাষ করেছি।
অভিযোগ রয়েছে, গতবছরও মাষকলাই চাষ করে তা গরুর ঘাস হিসেবে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেন সুপারিনটেন্ডেন্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীর জানান, এ মাঠে শীত মৌসুমে ব্যাডমিন্টন খেলার জন্য সুপারিনটেন্ডেন্টকে বললেও তিনি খেলতে দেন না।
এদিকে গতবছর থেকে ২-৩ মাসের জন্য মাষকলাই চাষ করছি বলে স্বীকার করেন সুপারিনন্টেন্ডেন্ট চৈতন্য সরকার। তিনি বলেন, যে স্যার লাগিয়েছে তার বাড়ি তালগাছী হওয়ায় তিনি লাগান এবং বিক্রি করেন। অপরদিকে মাষকলাইয়ের টাকার ভাগ নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।