বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানাকে প্রেষণে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই নিয়োগ বিধিবহির্ভূত ভাবে দেওয়া হয়েছে দাবি করে তাকে যোগদান করতে দেয়নি কলেজটির গভর্নিং বডি। বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরারর চিঠিও দেওয়া হয়েছে।
গভর্নিং বডি জানিয়েছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরিচালিত। শিক্ষা মন্ত্রণালয়কে প্রেষণে অধ্যক্ষ নিয়োগের জন্য গভর্নিং বডি কোনো অনুরোধ জানায়নি। সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে প্রেষণে অধ্যক্ষ নিয়োগ করেছেন। এই নিয়োগ বাতিলের জন্য শিক্ষামন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কাছে লেখা এক চিঠিতে গভর্নিং বডির সভাপতি ও সাবেক সচিব সিরাজ উদ্দীন আহমেদ বলেন, ২০২২ খ্রিষ্টাব্দের ১ নভেম্বরে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার শূন্য পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলি রেগুলেশন অনুসারে কলেজের জ্যেষ্ঠতম সহযোগী অধ্যাপক নীনা একরামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি দক্ষতার সঙ্গে কলেজ পরিচালনা করেছেন।
কিন্তু গত ১ ফেব্রুয়ারি সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা প্রেষণে নিয়োগ আদেশ নিয়ে যোগদান করতে আসেন। সরকারীকরণ আদেশে কলেজে সব নিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিধায় কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে আলোচনা করে তার যোগদানপত্র গ্রহণ করা হয়নি এবং তার নিয়োগ বাতিলের জন্য শিক্ষাসচিবকে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মশিউর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি জেনেছি। সরকার যে কোনো প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে পদায়ন করতে পারে।
যেহেতু কলেজ গভর্নিং বডি অধ্যক্ষ পদে নিয়োগের জন্য কোনো অনুরোধ জানায়নি, কেন এই প্রতিষ্ঠানে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো—সে বিষয়টি নিয়ে আমি মন্ত্রণালয়ে কথা বলব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যাতে কলেজ সম্পর্কে কোনো বিরূপ ধারণা তৈরি না হয়—সে বিষয়টি খেয়াল রেখে দ্রুত কীভাবে সমাধান করা যায় সেটা করা হবে।