বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন গত ১৬ জুলাই থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশ টেলিভিশন, মেট্রোরেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেস, হানিফ ফ্লাইওভার টোল প্লাজা, সেতু ভবন, ইন্টারনেট ব্রডব্যান্ড লাইনসহ স্পর্শকাতর স্থাপনাসমূহে ধ্বংসযজ্ঞ পরিচালনার মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্টের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।
অ্যাসোসিয়েশন এই গোলযোগে নিহত সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে এবং নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে।
অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে কোটা সংস্কার বিষয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে শত শত যানবাহন পোড়ানো, সরকারি-বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে অগ্নিসংযোগ, নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বর্বোরচিত ঘটনায় জড়িত দুস্কৃতকারীদের শাস্তির আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করছে।
এই ঘটনা প্রবাহে শিক্ষার্থীদের একাডেমিক ও মানসিক যে ক্ষতি সাধিত হয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। বিসিএস এডুকেশন অ্যাসোসিয়েশন এসব কর্মসূচিকে সফল করে তোলায় সম্মিলিতভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করছে।