বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মামুন উল হক। আর বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তানভীর হাসান ও অর্থ সম্পাদক হয়েছে সৈয়দ মোস্তফিজুর রহমান (লিখন)। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সভাপতি পদে খ প্যানেলের মামুন ভোট পেয়েছেন ৪ হাজর ৮২০ আর গ প্যানেলের শাহেদুল পেয়েছেন ৪ হাজার ৬০৭ ভোট। তানভীর হাসান চার হাজার ৬৬০ ভোট পেয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়া আরেফিন আজাদ পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট। চার হাজার চার হাজার ৪০১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ মোস্তাফিজুর রহমান লিখন।
এবারের নির্বাচনে তিনটি প্যানেল ও দুজন স্বতন্ত্র প্রার্থী অংশ নেয়। এর মধ্যে একটি প্যানেলের (ক) ছিলেন রুহুল কাদির-হুমায়রা-কামাল। আরেকটি প্যানেলের (খ) নেতৃত্বে মামুন-জিয়া-নাসির। আর তৃতীয় আরেকটি প্যানেল (গ) শাহেদ-তানভীর-মোস্তাফিজ।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলো ১৩ হাজার ৫৯৬। এর মধ্যে ভোট দিয়েছেন ১১হাজার ৫০০।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির নির্বাচনে গত রোববার (৯ জুন) ভোট দেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।