বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে সিআইডি।
বুধবার (২৭ নভেম্বর) সিআইডির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গ্রেফতারকৃত দুইজনের নাম মজনু মিয়া ও আকরাম হোসেন। এরমধ্যে আকরাম বিজি প্রেসের বাইন্ডার এবং মজনু মিয়া বিজি প্রেসের পোর্টার।
এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন ছাপাখানা বিজি প্রেস থেকে প্রশ্ন সরবরাহের বিষয়টি স্বীকার করেছিলেন প্রতিষ্ঠানটির গ্রেফতার কৃত বাইন্ডার আকরাম হোসেন এবং পোর্টার মজনু মিয়া।
জানতে চাইলে আকরাম হোসেন বলেন, ২০০৮ থেকে ২০১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত আমি আর মজনু একসাথে কাজ করতাম এবং সকল পরীক্ষার প্রশ্ন বের করতাম। ২০১৮ খ্রিষ্টাব্দের পর থেকে আমি এ কাজ থেকে সরে আসলেও মজনু এটি চালিয়ে যায়।
আর মজনু মিয়া বলছেন, এমডি মিজান আমাকে টাকার লোভ দেখিয়ে কাজগুলো করিয়েছে। প্রতিটি প্রশ্ন বের করার বিনিময়ে তিনি আমাকে ২ থেকে ৫ লাখ টাকা দিতেন।