বিয়াম ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞানমেলা - দৈনিকশিক্ষা

বিয়াম ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞানমেলা

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

আজ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকার ইস্কাটনে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বিজ্ঞান মেলা ২০২৩।

শিশুদের মনে কত কি খেলা করে। তারা এই ধরিত্রীকে ভালোবাসে। তারা সুন্দর রাখতে চায় পৃথিবী নামে এই গ্রহটিকে। এসবই প্রকাশ পেয়েছে ঢাকার ইস্কাটনে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বিজ্ঞান মেলায়। সেখানে শিশুরা বানিয়ে এনেছে পরিবেশ সুরক্ষার নানা মডেল।

কেউ জ্বালানিতে চাপ কমাতে বানিয়েছে সোলার প্যানেলের প্রকল্প। কেউ বঙ্গবন্ধু টানেল, কেউ বানিয়েছে ওয়েস্ট ওয়াটার ট্রেটমেন্ট প্ল্যান্ট, কেউ রোবট, কেউ বৈশ্বিক তাপমাত্রা কেন বাড়ছে এবং তা কিভাবে কমানো যেতে পারে সে বিষয়ে প্রকল্প বানিয়েছেন, কেউ রিসাইক্লিং প্লাস্টিক নিয়ে, কেউ ইকো-ব্রিক হাউস বানিয়েছে, কেউ ক্লিন এনার্জির ওপর, কেউ ন্যাচার সেভ দি আর্থ, কেউ ফুড চেইন এবং ইকোসিস্টেমের গুরুত্ব নিয়ে, কেউ টাইডাল ওয়েভ ইনডিকেটর নিয়ে, কেউ ঢাকার জন্য বিশুদ্ধ বায়ু নিশ্চিত করতে এনেছে ফ্রেশ এয়ার প্রকল্প, বিদ্যুৎ সাশ্রয়ে অটোমেটিক ইলেক্ট্রিক লাইটের প্রকল্প নিয়ে এসেছে একজন। আরেকজন বৃষ্টির পানি ধরে রেখে তা দিয়ে সুপেয় পানির প্রকল্প বানিয়েছে যাতে মাটির গভীর থেকে আর তুলতে না হয় পানি। ভূতলে ক্রমেই নেমে যাওয়া পানির স্তরে আর যেনো চাপ না পড়ে। বিভিন্ন ধরনের প্রকল্প বানিয়েছে শিক্ষার্থীরা। 

স্কুলটি এমন কর্মসূচি নিয়ে শিশুদের মনের ভাবনাকে জাগ্রত করতে চায়। এটাই ছিলো এই বিজ্ঞান মেলার উদ্দেশ্য। এমন উদ্যোগ অব্যাহত রাখলে তা ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর করে তুলতে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করা হয়েছে এই বিজ্ঞান মেলা থেকে।

কোমলমতি শিশুরা তাদের প্রকল্পগুলো ব্যাখ্যা করে শোনায় উপস্থিত সকলকে।

মেলার উদ্বোধন করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো: মাহবুব-উল-আলম। তিনি ছিলেন মেলার প্রধান অতিথি।  প্রধান অতিথি সবগুলো প্রকল্প ঘুরে ঘুরে দেখে শিশুদের কাছ থেকে তার ব্যাখ্যা শোনেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক (শিক্ষা) মো. হিরুজ্জামান এনডিসি।  সভাপতিত্ব করেন স্কুল প্রিন্সিপাল সাহানা হক।

এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, শিশুদের মেধা বিকাশের জন্য উপযোগী এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। 

অধ্যক্ষ শাহানা হক বলেন, আনন্দ নিয়ে শিশুরা যাতে স্কুলে তাদের শিক্ষা নিতে পারে তারই জন্য এমন বিজ্ঞান মেলার আয়োজন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, গত ২৯ সেপ্টেম্বর শিশুরা তাদের প্রকল্পগুলো জমা দেয়। এবছর মোট ৭০টি প্রকল্প জমা পড়ে। তার মধ্যে বিজ্ঞান মেলা ২০২৩ এর জন্য ৩০টি প্রকল্প বাছাই করে প্রদর্শনীতে আনা হয়।

অংশগ্রহণকারীরা ছাড়াও স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অন্য অতিথিরা এই বিজ্ঞান মেলা ঘুরে দেখেন। অভিভাবকরা তাদের সন্তানদের এমন বিজ্ঞান মনস্ক ভাবে তৈরি করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রতিবছরই বিয়াম ল্যাবরেটরি স্কুল শিশুদের অংশগ্রহণে এমন বিজ্ঞানমেলার আয়োজন করে। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় এই বিজ্ঞানমেলা ২০২৩।

সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ - dainik shiksha সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা - dainik shiksha দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ - dainik shiksha সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত - dainik shiksha ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা - dainik shiksha আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে - dainik shiksha ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0027790069580078