বীর মুক্তিযোদ্ধা শহীদ সওগাতুল আলম সগীরের হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়েছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'মুক্তিযুদ্ধে মঠবাড়িয়া, মুক্তিযুদ্ধের ইতিহাসে 'আমলানী ক্যাম্পের (ভারত) প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ সওগাতুল আলম সগীর' শীর্ষক আলোচনা সভায় এ দাবি তোলেন বক্তারা। মুনতাসির ট্যুরিজমের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
তিনি বলেন, হাজার হাজার মানুষ সগীর সাহেবের উদ্দীপনায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পিরোজপুরের মঠবাড়িয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসের ধারক ও বাহক শহীদ সওগাতুল আলম সগীর। কেবল মনে ধারণ নয়, তাকে কেবল স্মরণ নয়, তার স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে তার নামে কোন স্মৃতি ফলক বা স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধাদের হত্যাকারীদের বিচার হয়েছে, তাহলে শহীদ সওগাতুল আলম সগীর হত্যার বিচার হবে না কেন? তিনি ও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে কথিত সিরাজ শিকদার বাহিনী। তাকে হত্যা করা হয়েছে, কিন্তু বিচার হয়নি, তার হত্যা মামলা খারিজ করে খুনিদের আরো শক্তিশালী করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. মোফাজ্জেল হোসেন, মুক্তিযুদ্ধকালীন পলিটিক্যাল এডভাইজার 'আমলানী ক্যাম্প' (ভারত) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, মুক্তিযুদ্ধে স্মরণখোলা থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, পলিটিক্যাল মটিভেটর 'আমলানী ক্যাম্প'(ভারত) ও শহীত সওগাতুল আলম সগীর স্মৃতি সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সহ-সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সদস্য আজমল হক হেলাল, সাংবাদিক মো. মফিজুর রহমান খান বাবুসহ আরও অনেকে।