বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২৫ এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (১৫ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. মো. রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারে সংগঠনটির সাতটি পদের বিপরীতে বুটেক্সের ক্যাম্পাস সাংবাদিকরা অংশগ্রহণ করবেন। পদগুলো হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য।
বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষককে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. মো. রিয়াজুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বি পালন করবেন টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. শেখ মো. মামুন কবীর এবং হিউমিনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ইহসান ইলাহী সাকিব।
রোববার সকালে বুটেক্স সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ হবে এবং দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন এবং বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হবে।