বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। আগামী ১৮ জুলাই থেকে ভর্তি কার্যক্রম শুরু করবে বুটেক্স। মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম ৬০০ জনের সাক্ষাৎকার গ্রহণ হবে ওই দিন।
গত ১৬ জুন বুটেক্স ক্যাম্পাসে প্রায় চার হাজার ভর্তিচ্ছু বুটেক্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ২০০ মার্কসের ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণসহ মোট ৩ হাজার ২৭ জনের তালিকা প্রকাশ করেছে বুটেক্স।
১৮ জুলাই থেকে ভর্তি কার্যক্রম শুরু করবে বুটেক্স। মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম ৬০০ জনের সাক্ষাৎকার গ্রহণ হবে ওই দিন। মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটাসহ মোট ৬১০ জন শিক্ষার্থী এবার বুটেক্স এ ভর্তির সুযোগ পাবে।
একই দিনে আসন শূন্য থাকা সাপেক্ষে মেধা তালিকার ৬০১ থেকে ১৫০০ পর্যন্ত অপেক্ষমান তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদেরও সাক্ষাৎকার গ্রহণ হবে।
প্রকাশিত ৩ হাজার ২৭ জনের তালিকায় প্রথম হয়েছেন মো. মুশতাক রাব্বি সুজন। তার রোল নম্বর ১০৩৭৬২। তিনি দিনাজপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন।
ফল পাওয়া যাবে বুটেক্সের ওয়েবসাইটে (https://www.butex.edu.bd/results-published/)।