দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী তুষার হাওলাদার। তিনি বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঝালকাঠি।
জানা গেছে, তুষার স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দ্যা রিপোর্ট ডট লাইভে মাল্টিমিডিয়ায় কাজ করতেন। শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশ গ্রহণ করতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান তার বাবা দীনেশ হাওলাদার।
তুষারের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েও জানিয়েছেন তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। মেধাবী শিক্ষার্থী তুষার হাওলাদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিআইইউ কমিউনিকেশন ক্লাবেরও সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে 'ক্রাইম সিন' ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেয়। ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট আছে বলে জানা গেছে।