ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদনের আহ্বান করেছে কর্তৃপক্ষ। রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার শিউলি আফছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে বেতন মওকুফসহ স্নাতক শ্রেণিতে মাসিক ১২০০ টাকা হারে এবং স্নাতকোত্তর শ্রেণিতে মাসিক ১৫০০ টাকা হারে এক বছর মেয়াদী উপবৃত্তি মঞ্জুর করা হবে।
অতএব, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি মঞ্জুরীর জন্য সংযুক্ত আবেদন ফরম পূরণ করে আগামী ১০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রারের অফিস (শিক্ষা-৫) শাখায় ২০৭(খ)-এ জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।