বেপরোয়া গতির কারণে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জনযাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ও চালকও আহত হয়েছে। রোববার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভান্ডারীয়াগামী মিজান পরিবহন নামে একটি বাস বরিশাল পাড় হওয়ার পর থেকেই বেপরোয়া গতিতে চলছিলো। ওই সড়কে মেসার্স আনোয়ার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে তাৎক্ষনিক ব্রেক করে নিয়ন্ত্রণ হারায় দ্রুত গতির বাসটি। এতে বাসটি সড়কে উল্টে যায়। এসময় ৩০ জনের মত যাত্রীর ২০ জন আহত হন। গুরুতর আহত হয়েছেন বাসের চালক ও হেলপারসহ বেশ কয়েকজন । তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আতাউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, বাসটি সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।