দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ র্যালিতে নেতৃত্বে দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম,
পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শাহজামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদ এবং রংপুর বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম-পরিচালক মো. শরিফুল ইসলামসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাদ্যের তালে তালে র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে পায়রা উড়িয়ে দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। পরে পরিসংখ্যান দিবসের কেক কাটেন উপাচার্য।