বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস থেকে মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হলের সামনের মাঠে মাদকসেবীরা আসর বসিয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়। আটকের পর তাদেরকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। তবে, বিশ্ববিদ্যালয়ের একেবারে নবীন শিক্ষার্থী এবং তাদের ভবিষ্যৎ বিবেচনায় প্রথম বারের মতো কঠোর সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। এসময় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডির পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।