আগামী ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশের বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি ফি ও টিউশন ফি পুনর্নির্ধারণে সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সভাটি সকাল ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনসহ প্রমুখ।