বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি নিয়ে ২৪ নভেম্বরের সেই আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। অপরদিকে ১৮ নভেম্বরের প্রজ্ঞাপন কার্যকর থাকবে। অর্থাৎ কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে উপজেলা নিবার্হী কর্মকর্তা বা উপজেলা পর্যায়ের নবম গ্রেডের কর্মকর্তার কথা বলা হয়েছিলো তা এবার স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অ্যাডহক কমিটি গঠন করে ছয়মাসের মধ্যে নিয়মিত করার বিষয়টি বলবৎ থাকবে। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। আজ রোববার শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তায় ‘সিদ্ধান্ত বদলে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন নিয়ে ধকল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে শিক্ষা প্রশাসনের । এরপরই নির্দেশনা দেওয়া হয় ব্যবস্থা নেওয়ার।
আরো পড়ুন: অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
চলতি মাসের ১৮ তারিখের সে প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর ও স্কুলের ক্ষেত্রে স্নাতক পাসের কথা বলা হয়েছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৪ নভেম্বরের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হলো। গত ১৮ নভেম্বরের জারি করা প্রজ্ঞাপন (প্রতিস্থাপনকৃত) যথারীতি কার্যকর থাকবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।