বোর্ড টিসি নিয়ে কলেজ পরিবর্তন করে ঢাকা বোর্ডের আওতাধীন বিভিন্ন কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়। আগামী ১২ জুলাই পর্যন্ত বিটিসির মাধ্যমে ওই শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে চিঠি বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর অধ্যক্ষদের পাঠানো হয়েছে। বৃহস্পতিবার চিঠিটি প্রকাশ করা হয়।
গত ৪ জুলাই ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিটিসির মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণিত ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনলাইনে ইএসআইএফ ফরম পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বলেছে ঢাকা বোর্ড।
চিঠিতে আরো বলা হয়, এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বিটিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদর রেজিস্ট্রেশন করতে না পারলে উদ্ভুত জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।