ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের জর্জ একাডেমি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবৈধ গাইড বই কিনতে শিক্ষকরা বাধ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকদের দেওয়া পাঠ্য তালিকায় একটি প্রকাশনির গাইডের নাম রয়েছে বলে জানা গেছে।
অভিভাবকরা জানান, বিদ্যালয় থেকে দেওয়া পাঠ্য তালিকায় লেকচার পাবলিকেশনের ব্যাকরণ ও গ্রামার বইয়ের নাম
স্বেচ্ছাসেবক লীগের বোয়ালমারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর রহমান তুষার বলেন, আমার ছেলেকে জর্জ একাডেমি থেকে দেওয়া বুকলিস্টে লেকচার সহায়ক বইয়ের কথা উল্লেখ আছে। শিক্ষকরাও লেকচার গাইড কিনতে বলেছেন।
মো. রাইসুল আলম মিনা রাসেল নামের বিদ্যালয়টির অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, গাইড কেন বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে? আমার ছেলের জন্য লেকচার গ্রামার ও ব্যাকরণ বই কিনেছি। দাম নিয়েছে ১২০০ টাকা। এতো টাকা দিয়ে বই কেনা কষ্টকর।
এ ব্যাপারে বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা বলেন, সরকারের নিষিদ্ধ করা গাইড বই কিনতে আমি নির্দেশনা দেইনি। নিরুৎসাহিত করেছি। কেউ কিনতে উৎসাহিত হলে সেটা তার ব্যাপার।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান বলেন, আমি এ ব্যাপারে জানি না। এ বিষয়ে প্রধান শিক্ষক কোনো কথা বলেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, বিষয়টি জেনেছি। প্রধান শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন। ২৯ জানুয়ারি (আজ) আমার প্রতিনিধি বিষয়টা তদন্ত করবে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।