দৈনিকশিক্ষাডটকম, চিতলমারী (বাগেরহাট) : নিজেদের বৌভাত অনুষ্ঠান জাঁক-জমকপূর্ণভাবে না করে সেই টাকা বাঁচিয়ে চার শতাধিক কলেজ শিক্ষার্থীর মাঝে বই উপহার দিয়েছেন এক দম্পতি। বাগেরহাটের চিতলমারীর কালিদাস বড়াল ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী মাধব ব্রহ্ম ও সাথী ঢালী কয়েক দিন আগে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের দিনেই ওই দম্পতি সিদ্ধান্ত নেন, নতুন সম্পর্ক স্মরণীয় করে রাখাতে তারা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পরেছেন ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেবেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিদাস বড়াল ডিগ্রি কলেজের নগেন্দ্র-মধুমালা মিলনায়তনে এই বই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
অনুষ্ঠানে মাধব-সাথী দম্পতি প্রধান অতিথি ও শিক্ষকদের সঙ্গে নিয়ে কলেজের সব শিক্ষার্থীর হাতে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বিভিন্ন লেখকের বই তুলে দেন। বই উপহার পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন কলেজের শিক্ষার্থীরা।
জানতে চাইলে কালিদাস বড়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায় দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী মাধব ব্রহ্ম ও সাথী ঢালীর এ ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। যা শিক্ষার্থীদের বই পড়তে ও আলোকিত মানুষ হতে উদ্বুদ্ধ করবে। আগে থেকে মাধব ব্রহ্ম বিভিন্ন সময় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে গাছের চারা উপহার দেয়া ও শিক্ষা উপকরণ উপহার দেয়াসহ নানাভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছেন। তার এ ধরণের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।