আমাদের বার্তা প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বিভিন্ন পদে পদোন্নতি ও শূন্যপদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মোট নয় ক্যাটাগরির ২৭টি পদে পদোন্নতি এবং ব্যানবেইস-এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রির্সোস সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) ১টি ক্যাটাগরির ১৩টি শূন্যপদে সরাসরি নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১ মে) ব্যানবেইসের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাফর আহম্মদ স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়।
আদেশে জানা যায়, ব্যানবেইস-এর বিভাগীয় পদোন্নতি/নির্বাচন কমিটির সুপারিশে যেসব প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
নির্বাচিত প্রার্থীদের প্রচলিত বিধিবিধান অনুসারে নিয়োগপত্র পাঠিয়ে দেয়া হবে বলেও জানানো হয় আদেশে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।