বরিশালে ব্রজমোহন কলেজে একমাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয় সরস্বতী পূজা। বুধবার সকালে নগরীর বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হলেও ব্রজমোহন কলেজ ভিন্ন আয়োজনে পূজা উদযাপন করেছে। এতে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষকারা অংশ নেয়ার পাশাপাশি বরিশাল নগরের উৎসুক জনতাও অংশগ্রহণ করেন।
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ মূল ভবন মাঠে একসঙ্গে ২৪টি পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে মাঠে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে সরস্বতীর আরাধনা করেন শিক্ষার্থীরা। সকাল ৯টায় বাণী বন্দনা শুরু হয়ে ১০টা থেকে ১২টা অবদি পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। পরে প্রসাদ বিতরণ করা হয়। ব্রজমোহন কলেজ ২২টি বিভাগের মণ্ডপগুলো বিভিন্ন ভাবনায় বর্ণিল সাজে সাজানো হয়। বিভিন্ন বিভাগ ও কেন্দ্রীয় পূজা পর্ষদসহ শিক্ষার্থীরা এ পূজার আয়োজন করেছে।
এছাড়াও গীতা পাঠ, গান,নৃত্য, আবৃত্তি ও রম্য নাটকসহ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সরস্বতী পূজা উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
সরস্বতী পূজা উপলক্ষে ব্রজমোহন কলেজ প্রাঙ্গণ পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার বরিশাল মো. শওকত আলী ও জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।
ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ বলেন, ব্রজমোহন কলেজের বিভাগগুলো সরস্বতী পূজায় ভিন্নতা এনেছে। সমন্বিত এ আয়োজন উৎসবমুখর হয়েছে ব্রজমোহন কলেজ আঙিনা। দেবীকে অঞ্জলি নিবেদন করতে শত শত শিক্ষার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। পুরোটা বছর যেন তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ প্রার্থণা দেবীর কাছে।