দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : একাডেমিক উৎকর্ষ ও ফলপ্রসু গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকদের ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানটির নতুন ক্যাম্পাসে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এছাড়া ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, ট্রেজারার প্রফেসর মাহবুব রহমান ও বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ বছর স্কোপাস জার্নালের প্রথম প্রান্তিকের শীর্ষ ১০ শতাংশে থাকা ৭৮টি গবেষণার জন্য ৪৩ জন গবেষককে সম্মাননা প্রদান করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, গবেষকদের ধারাবাহিকভাবে উদ্ভাবনের সাধনা করে যেতে হবে। বিরতি দেয়ার অর্থ হলো পূর্বের অর্জনও হারিয়ে ফেলা। তিনি শিক্ষক-শিক্ষার্থী জ্ঞান অন্বেষণের আহ্বান জানান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ব্র্যাক ইউনিভার্সিটিকে গবেষণায় সহায়তা করবে বলেও আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চ্যান্সেলর বলেন, গবেষণা ব্র্যাক ইউনিভার্সিটির প্রাণ। গবেষণা এবং সামাজিক সমস্যার সমাধানে আমাদের শিক্ষক ও গবেষকরা প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাক ইউনিভার্সিটিকে এই অঞ্চলের সেরা ও বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।