বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির নাম বদলে ব্র্যাক এনজিওর প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদ-এর নামে করার উদ্যোগ নিয়েছে কর্তৃৃপক্ষ। ২০১৯ খ্রিষ্টাব্দে তিনি মারা যাওয়ার পরপরই বোর্ড অব ট্রাস্টিজের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বোর্ড অব ট্রাস্টিজের ইতিপূর্বেকার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়। একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রস্তাব অনুযায়ী নাম হবে, স্যার ফজলে হাসান আবেদ যা সংক্ষেপে ‘আবেদ ইউনিভার্সিটি’ নামে পরিচিত হবে। নাম বদলের আবেদনটি শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউজিসিতে পাঠানো হলে আইনের বরাত দিয়ে সেটা নাকচ হয়। তবে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভিসি, রেজিস্ট্রারসহ অনেকেই তদবির করে যাচ্ছেন।
ইউজিসি সূত্র বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে শিক্ষা কার্যক্রম চলমান থাকা অবস্থায় কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নাম পরিবর্তনের বিধান নেই। তাই এ বিষয়ে আইন শাখার মত চাওয়া হয়েছে। নাম পরিবর্তনের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে বলেও জানিয়েছে সূত্র।
যদিও বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের কারণে পরবর্তীতে নানা জটিলতায় পরার আশঙ্কা করছেন কিছু সাবেক শিক্ষার্থী।
২০০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৮ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।