দৈনিক শিক্ষাডটকম, রাবি : ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। পূর্ব-নির্ধারিত সময়ানুযায়ী গতকাল মঙ্গলবার সকালে বিজ্ঞান বিভাগের (সি ইউনিট) পরীক্ষা শুরু হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলো তিনি পরিভ্রমণ করেন।
বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শনকালে রাবি উপাচার্য বলেন, আমাদের নির্দেশনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা সেগুলো দেখার জন্যই আমরা বের হয়েছি। এ পর্যন্ত আমরা ভ্রাম্যমাণ দোকানগুলোর খাবারের দাম ও মান, রিকশা ভাড়া, কোথাও জ্যাম পড়েছে কিনা সেগুলো লক্ষ্য করলাম।
এছাড়া ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প-ডেস্কসহ, অভিভাবকদের সার্বিক সহযোগিতা চলছে ঠিক আছে কিনা তাও পরিদর্শন করেছি। সবই মোটামুটি ঠিক আছে। আমরা আশা করি এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অবায়দুর রহমান প্রামানিক।