দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : দূর-দূরান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বাইক সার্ভিস, সুপেয় পানির ব্যবস্থা করাসহ ৬ সেবা দিয়েছে ঢাবি ছাত্রলীগ। শুক্রবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক বসিয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।
ছাত্রলীগের জয়বাংলা বাইক সার্ভিস, সুপেয় পানির ব্যবস্থা ছাড়াও মোবাইল টয়লেট, অভিভাবকদের বিশ্রামকেন্দ্র (অভিভাবক ছাউনি), বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ কেন্দ্র, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র বসানো হয়েছে।
ভর্তি সহায়তা প্রসঙ্গে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ঢাবি ছাত্রলীগের ধর্মই হচ্ছে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যায় সামনে এগিয়ে আসা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্যাম্পাসের প্রতিটি কেন্দ্রের সামনেই শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র স্থাপন করেছি। তাছাড়া বিনামূল্যে পানি বিতরণ, অভিভাবকদের বসার স্থান, মেডিক্যাল বুথ, জয় বাংলা বাইক সার্ভিসসহ সার্বিক সাহায্য করছি।
এ প্রসঙ্গে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ভর্তি পরীক্ষায় বাংলাদেশে দূর-দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আসেন। তাদের যেনো কোনো সমস্যায় পড়তে না হয়, তারা যেন না চাইতেই সকল সহায়তা পেয়ে থাকে, সেজন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানাবিধ প্রচেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।