কুড়িগ্রামের চিলমারীর শিক্ষক দম্পতির মেয়ে জেবা ফাতেমা জিনিয়া। তিনি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেই ঈষর্ণীয় সাফল্য অর্জন করেছেন জিনিয়া।
জিনিয়ার বাবা মো. জিন্নাতুল ইসলাম ও মা মোছা. ফরিদা ইয়াসমিন শিক্ষক। তাদের বাড়ি উপজেলার রমনা মডেল ইউনিয়নের শরীফের হাট এলাকায়।
জিনিয়া সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছেন। চলমান সেশনে ভর্তি পরীক্ষায় তিনি বিইউপিতে আইন ও অর্থনীতিতে, গুচ্ছতে মেধা তালিকায় ৮১ তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ২৬তম, বি ইউনিটে ৩৬তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ২০ তম ও বি ইউনিটে ৯৫ তম স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছেন।
জিনিয়া দৈনিক শিক্ষাডটকমকে জানান, তিনি ঢাবিতে আইন বিষয়ে পড়তে ইচ্ছুক।
তিনি বলেন, আমি স্মার্ট ফোন থেকে একটু দূরে ছিলাম, সময়ের অপচয় কম করেছি। আর মা-বাবাসহ সবার দোয়ায় আমার এ সাফল্য। সুযোগ পেলে আমি ঢাবিতে আইন বিষয়ে পড়তে চাই।