ভারতকে বিদ্যুৎ করিডোর দেবে বাংলাদেশ - দৈনিকশিক্ষা

ভারতকে বিদ্যুৎ করিডোর দেবে বাংলাদেশ

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

বহুদিন ধরে আলোচনায় থাকা বিদ্যুতের করিডর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতকে বিদ্যুতের করিডর দিতে রাজি হয়েছে। এই করিডর দেয়ার কারণে বাংলাদেশের কী ধরনের লাভ হতে পারে তা খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগ ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। বিদ্যুৎ খাতে সহযোগিতা-সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির ২১তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার খুলনায় এই সভা হয়।  

ভারতকে করিডর দেয়ার বিষয়ে আলোচনা থাকলেও নেপাল থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশে আনার বিষয়ে সভায় আলোচনা হয়নি। ভারতের বিরোধিতার কারণে বাংলাদেশ এই বিদ্যুৎ আনতে পারছে না। আগামী যৌথ সভার এজেন্ডায় এ বিষয়টি থাকতে পারে বলে জানা গেছে। তবে ওই যৌথ সভা এক বছর পরে হবে এবং সেটা হবে ভারতে। বৈঠকে উপস্থিত দুই কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

ভারতের পূর্বাঞ্চলের বিদ্যুৎ ভারতের মূল ভূখণ্ডে নেয়ার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার বা বিদ্যুতের করিডর চেয়ে আসছিল ভারত। এ বিষয়ে অনেক আলোচনা হলেও এতদিন বাংলাদেশ কোনো সিদ্ধান্ত দেয়নি।

বৈঠকে উপস্থিত বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের করিডর দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সঞ্চালন লাইনের করিডরটি কাটিহার-পার্বতীপুর-বরানগর ৭৬৫ কেভি ট্রান্সমিশন লাইন নামে হবে।

ওজোপাডিকোর খুলনা বিদ্যুৎ ভবনে আয়োজিত সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ সচিব অলক কুমার। সভায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতা-সংক্রান্ত চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় বাংলাদেশ থেকে ভারতে বিদ্যুৎ রপ্তানিসহ বিআইএফপিসিএলের মাধ্যমে ভারতে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সম্ভাবনা এবং বিআইএফপিসিএল কর্তৃক সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিষয়ে পর্যালোচনা করা হয়।

বিদ্যুৎ আমদানির জন্য ভারত-বাংলাদেশ আন্তসংযোগ লিংকসহ স্টিয়ারিং কমিটির সভায় জিএমআর কর্তৃক নেপালে উৎপাদিত জলবিদ্যুৎ হতে ভারতের মাধ্যমে বাংলাদেশে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষর, ভুটানে জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ, ভারত ও ভুটানের ত্রিপক্ষীয় বিনিয়োগ এবং বাংলাদেশে সেই বিদ্যুৎ আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তবে বৈঠকে নেপাল থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয় আলোচনা হয়নি। ভারতের ভূমি ব্যবহার করে এই বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা। তবে ভারতের বিরোধিতার কারণে এটি সম্ভব হচ্ছে না।

এ ছাড়া সভায় বাগেরহাটের রামপালে বাস্তবায়নাধীন ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের পরিচালন ও দ্বিতীয় ইউনিটের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছরের জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটের সিনক্রোনাইজ করা হবে মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এর আগে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ২১তম সভা বুধবার একই স্থানে অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বিদ্যুৎ খাতে সহযোগিতা-সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ২০তম সভা গত বছর মে মাসে ভারতের ধর্মশালায় অনুষ্ঠিত হয়। কমিটির পরবর্তী সভা চলতি বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অবশেষে বাজারে আসছে একাদশ শ্রেণির পাঁচ আবশ্যিক বই - dainik shiksha অবশেষে বাজারে আসছে একাদশ শ্রেণির পাঁচ আবশ্যিক বই অধিভুক্তি বাতিলের দাবিতে রেলগেট অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের - dainik shiksha অধিভুক্তি বাতিলের দাবিতে রেলগেট অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে - dainik shiksha আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা - dainik shiksha শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে - dainik shiksha ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি - dainik shiksha কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি please click here to view dainikshiksha website Execution time: 0.0033650398254395