ভারতের পশ্চিমঙ্গে কারচুপির মাধ্যমে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন এক বাংলাদেশি নাগরিক। তাকে ধরে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৪ জুলাই তাকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির করতে হবে। পাশাপাশি ঐ ব্যক্তির বেতন ও স্কুলে ঢোকার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের একটি প্রাথমিক স্কুলে চাকরি করেন উত্পল মণ্ডল নামে ঐ শিক্ষক। নিয়োগের সব নথি জাল করে তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ জানিয়ে মামলা দায়ের হয়।
মামলাকারী দক্ষিণ ২৪ পরগনার গঙ্গারামপুরের বাসিন্দা বিমল চন্দ্র সরকারের আইনজীবী সৌমেন দত্তর অভিযোগ, উত্পল মণ্ডল নামে ঐ ব্যক্তি ২০১২ খ্রিষ্টাব্দের বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসেন। এরপর জোর করে তার বাবা-মাকে নিয়ে বিমল চন্দ্র সরকারের জমিতে বসবাস শুরু করে। ফরেনার্স আইনে মামলা দায়েরের পর উত্পলের বাবা অয়ন মণ্ডল গ্রেফতার হন।
এরপর জানা যায়, দক্ষিণ দিনাজপুরের একটি স্কুলে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গেছেন উত্পল। বিমল তথ্য জানার অধিকার আইনে আবেদন করে জানতে পারেন, উত্পল যে সব নথি দাখিল করে চাকরি পেয়েছেন সেগুলো ভুয়া।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।