ভারতের পাচারের সময় দেশের দুই সীমান্ত এলাকা থেকে মোট ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
বুধবার দুপুরে কুমিল্লার বুড়িচং সীমান্তবর্তী উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করে বিজিবি ৬০ ব্যাটেলিয়নের একটি দল। মাছগুলো মালিকানাবিহীন অবস্থায় ৩১টি প্লাস্টিকের বস্তায় ছিল।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, ‘আমি জেনেছি, ভারতে পাচারের সময় বিজিবি ইলিশ মাছ জব্দ করেছে। পচনশীল পণ্য হওয়ায় পরে তা নিলামে বিক্রি করা হয়েছে।’
বিজিবি-৬০ ব্যাটেলিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী পিলার ৩০৬৭/এম থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে উত্তর আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। পরে মাছগুলো পচে যাওয়ার শঙ্কায় কাস্টমসের মাধ্যমে মাছগুলো নিলামে ৯ লাখ ৯২ হাজার টাকায় বিক্রি করা হয়।
এদিকে, ভারতে পাচারের আগে বুধবার ভোরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করে বিজিবি। গেল ১৬ দিনে এই নিয়ে ভারতে পাচারের সময় তিনটি ইলিশের চালান আটক করল বাহিনীটি।
বিজিবি জানিয়েছে, বুধবার ভোরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলি এলাকায় থেকে মাছগুলো জব্দ করা হয়। মাছ জব্দের ঘটনায় কেউ আটক না হওয়ায় পরে তা ৫ লাখ ৫০ হাজার টাকা বিক্রি করা হয়।
গত ২৫ আগস্ট মাটিরাবন সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা আরেকটি ইলিশের চালান আটক করে। এর আগে গত ৩১ আগস্টও আরেকটি চালান জব্দ করে।