দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১১ শিক্ষার্থীর গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে ১৩তম ইন্ডিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফোরাম শীর্ষক কনফারেন্সে।
কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি এশিয়ান ফিসারিজ সোসাইটি ভারতীয় ব্রাঞ্চ ও আরো কয়েকটি সংস্থা যৌথভাবে এ কনফারেন্সের আয়োজন করে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয়ের নেতৃত্বে তিনটি বিভাগের ১১ শিক্ষার্থী ভারতে যান বলে জানিয়েছে সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
শিক্ষার্থীরা হলেন-দিপঙ্কর অধিকারী, রাজিবুল ইসলাম, কাজী রাকিব উদ্দিন, সিদ্দিকুর রহমান সুজন, উম্মে হাসনাইন সেমন্তি, পাপিয়া চন্দ, ফরিদুল ইসলাম, অন্নেষা ভারতেশ্বরী, দেবাশীষ বিশ্বাস, সুস্মিতা রয় ও সাইফ রহমান জিদান।
আয়োজকদের মধ্যে ব্যারাকপুরের ইনল্যান্ড ফিসারিজ সোসাইটি অব ইন্ডিয়া (আইএফএসআই), এবং আইসিএআর-সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (আইসিএআর-সিফরই), মুম্বাইয়ের প্রফেশনাল ফিশারিজ গ্র্যাজুয়েট ফোরাম (পিএফজিএফ) ছিলো।
সম্মেলনের মূল উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অনুসারে মাছ এবং মাৎস্য খাতে সাম্প্রতিক উন্নতি করা।
সম্মেলনে বিভিন্ন দেশের মোট ৮৪১টি সারসংক্ষেপ উপস্থাপিত হয়, যা ভবিষ্যতের গবেষণা এবং উন্নয়ন প্রোগ্রাম তৈরি করার জন্য একটি মৌলিক স্তম্ভ হিসেবে কাজ করবে। যার মধ্যে ১১টি গবেষণাপত্র উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী।
এমএস শিক্ষার্থী দিপঙ্কর অধিকারী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করার এটি অনেক বড় একটি সুযোগ ছিলো। আমাদের উপস্থাপনা দেখে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আমাদের সুনাম করেছেন এবং আগামী ২০২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য ১৪তম কনফারেনন্সে আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে।