ভারতে ২০০০ রুপির নোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট চালু থাকছে। এরপর তা আর চলবে না। কারো কাছে এই নোট থাকলে তা এই সময়ের মধ্যে ব্যাংকে জমা দিয়ে ভাঙিয়ে নিতে হবে।
শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার।
বিবৃতিতে আরো বলা হয়, আর ২০০০ রুপির নোট ছাপার হবে না। বাজারে এখন অন্য মানের নোটের যোগান পর্যাপ্ত থাকায় ২০০০ রুপির নোট তুলে নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৬ খ্রিষ্টাব্দে নোটবন্দির সময় প্রথম ২০০০ রূপির নোট ছাপা হয়েছিলো। ২০১৮-১৯ অর্থবছরে সর্বশেষ এ নোট ছাপা হয়েছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।