পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের ২৪ জুলাইয়ের মধ্যে ভি-রোল ফরম পূরণ করতে হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (১০ জুলাই) অনলাইনে পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণের মেসেজ দেয়া কার্যক্রম শুরু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
তবে, এখনো যারা ভি-রুল ফরম পূরণের মেসেজ পাননি তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার সহকারী পরিচালক মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে নির্ভুলভাবে অনলাইনে কোনো প্রার্থী ভি-রোল ফরম দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।