রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষিকা মোরশেদা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে ডেঙ্গু। দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।
আরো পড়ুন : শিক্ষিকাকে বাঁচাতে প্রয়োজন আট ব্যাগ এ নেগেটিভ রক্ত
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভিকারুননিসা ন্যূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও স্বজন-সহকর্মীরা মোরশেদা বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ ও সহকর্মীরা জানান, মোরশেদা বেগম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার প্রভাতি শিফটের শিক্ষিকা তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কেমোথেরাপি নেয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার ডেঙ্গু টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। এরপর মোরশেদা বেগমকে ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। তার প্ল্যাটিলেট মাত্র এক হাজারে নেমে যায়। জীবন-মৃত্যুর এমন সন্ধিক্ষণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার রক্তের গ্রুপ ছিলো ‘এ’ নেগেটিভ। আট ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। তবে, নেগেটিভ গ্রুপের রক্ত হওয়ায় তা জোগাড় করতে হিমশিম খেতে হয় স্বজন ও সহকর্মীদের।
শিক্ষিকা মোরশেদা বেগমকে বাঁচাতে স্বজন, সহকর্মী ও সাবেক ছাত্রীরা এগিয়ে এসেছিলেন। রক্ত জোগাড় হলেও লাইফ সার্পোর্টে চলে যান ওই শিক্ষিকা। গত রোববার থেকে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছিলেন।
শিক্ষিকা মোরশেদা বেগমের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।