দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশকে ঘিরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। প্রত্যাশিত রেজাল্ট পেয়ে স্কুলের মাঠে নেচে-গেয়ে সহপাঠীদের নিয়ে আনন্দ উদযাপন করছেন এ প্রতিষ্ঠানের ছাত্রীরা।
সরেজমিনে ভিকারুননিসায় দেখা গেছে, ফলাফলের জন্য সকাল ১০টা থেকে বাবা-মাসহ ছাত্রীরা উপস্থিত হয়েছেন। বেলা ১২টায় আনুষ্ঠানিক রেজাল্ট পাওয়ার পর আনন্দ উচ্ছ্বাস শুরু হয় ছাত্রীদের। এসময় সবাই কাঁধে কাধ মিলিয়ে আনন্দে মেতে ওঠেন। ডাক-ঢোল বাজিয়েও উল্লাস করেন তারা।
কলেজের অধ্যক্ষ কেকা রয় চৌধুরী বলেন, এবার আমাদের পরীক্ষার্থী ছিল ২২০৬ জন। পাস করেছে ২১৬১ জন, ফেল করেছে ৩৪ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫২৮ জন।
তাসমিয়া জাহান নামে এক ছাত্রী বলেন, আলহামদুলিল্লাহ, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। সব কৃতিত্ব আমার বাবা-মায়ের। ইন্টারমিডিয়েটেও আমি এ কলেজে পড়তে চাই। এরপর আমার ডাক্তার হওয়ার ইচ্ছা।
নুসরাত তরী নামে এক ছাত্রী বলেন, প্রত্যাশা ছিল জিপিএ-৫ পাবো। গোল্ডেন নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, তবে পেয়েছি। আমার আম্মু আগে আমার রেজাল্ট দেখে আমাকে জানিয়েছে। এ খুশি ভাষায় প্রকাশ করতে পারবো না।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড়ে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।
পাসের হার বাড়লেও এবার জিপিএ-৫ কমেছে। এ বছর ১১টি বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ৮২ হাজার ১৫২ জন ছাত্রী। গত বছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দে জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। সেই হিসেবে এবার জিপিএ-৫ কম পেয়েছে ১ হাজার ৪২৬ জন।
রোববার (১২ মে) সকাল ১০টা ৫৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের ঘোষণা দেন। এরপর বেলা ১১টা থেকে ছাত্রীরা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ফলাফল দেখতে পারছেন।