ভিকারুননিসায় ছাত্রী-অভিভাবকদের বাঁধভাঙা উল্লাস - দৈনিকশিক্ষা

ভিকারুননিসায় ছাত্রী-অভিভাবকদের বাঁধভাঙা উল্লাস

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশকে ঘিরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। প্রত্যাশিত রেজাল্ট পেয়ে স্কুলের মাঠে নেচে-গেয়ে সহপাঠীদের নিয়ে আনন্দ উদযাপন করছেন এ প্রতিষ্ঠানের ছাত্রীরা।  

সরেজমিনে ভিকারুননিসায় দেখা গেছে, ফলাফলের জন্য সকাল ১০টা থেকে বাবা-মাসহ ছাত্রীরা উপস্থিত হয়েছেন। বেলা ১২টায় আনুষ্ঠানিক রেজাল্ট পাওয়ার পর আনন্দ উচ্ছ্বাস শুরু হয় ছাত্রীদের। এসময় সবাই কাঁধে কাধ মিলিয়ে আনন্দে মেতে ওঠেন। ডাক-ঢোল বাজিয়েও উল্লাস করেন তারা।

 

কলেজের অধ্যক্ষ কেকা রয় চৌধুরী বলেন, এবার আমাদের পরীক্ষার্থী ছিল ২২০৬ জন। পাস করেছে ২১৬১ জন, ফেল করেছে ৩৪ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫২৮ জন।

তাসমিয়া জাহান নামে এক ছাত্রী বলেন, আলহামদুলিল্লাহ, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। সব কৃতিত্ব আমার বাবা-মায়ের। ইন্টারমিডিয়েটেও আমি এ কলেজে পড়তে চাই। এরপর আমার ডাক্তার হওয়ার ইচ্ছা।

নুসরাত তরী নামে এক ছাত্রী বলেন, প্রত্যাশা ছিল জিপিএ-৫ পাবো। গোল্ডেন নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, তবে পেয়েছি। আমার আম্মু আগে আমার রেজাল্ট দেখে আমাকে জানিয়েছে। এ খুশি ভাষায় প্রকাশ করতে পারবো না।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড়ে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।

পাসের হার বাড়লেও এবার জিপিএ-৫ কমেছে। এ বছর ১১টি বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ৮২ হাজার ১৫২ জন ছাত্রী। গত বছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দে জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। সেই হিসেবে এবার জিপিএ-৫ কম পেয়েছে ১ হাজার ৪২৬ জন।

রোববার (১২ মে) সকাল ১০টা ৫৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের ঘোষণা দেন। এরপর বেলা ১১টা থেকে ছাত্রীরা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ফলাফল দেখতে পারছেন।

সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ - dainik shiksha সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা - dainik shiksha দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ - dainik shiksha সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত - dainik shiksha ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা - dainik shiksha আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে - dainik shiksha ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0031118392944336