টানা দুই ম্যাচে হলুদকার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করা এই ফরোয়ার্ডকে হারিয়ে বেশ বিপদেই পড়েছে ব্রাজিল। বাধ্য হয়ে ভিনিকে বাদ দিয়ে এবারের কোপার সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ কোয়ার্টারের ম্যাচের একাদশ সাজাতে হবে ব্রাজিলকে। লাস ভেগাসে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় উরুগুয়ে পরীক্ষায় নামবে ব্রাজিল।
উরুগুয়ের বিপক্ষে কঠিন ম্যাচে ভিনির বদলে নতুন সেনসেশন এন্ড্রিকের ওপর আস্থা রাখছেন কোচ দরিভাল জুনিয়র। তিনি বলেন, ‘আমরা একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়েছি। তবে এটা তরুণ এক ফুটবলারের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। হয়তো এটাই এন্ড্রিকের জ্বলে ওঠার মুহূর্ত! সে দারুণ খেলছে। মাঠে তার উপস্থিতিও দুর্দান্ত। আশা করি সে ভালো কিছু করবে।’
তাই বলার অপেক্ষা রাখে না, আগামীকালের ম্যাচে রাফিনহা-রদ্রিগোর সঙ্গে শুরুর একাদশে দেখা যাবে এন্ড্রিককে। এর আগে চলতি বছরে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন এন্ড্রিক।