দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম: অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের তিন দিনের টানা অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দের পদত্যাগ দাবিতে রোববার বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে এর আগে গত ১৮ ডিসেম্বর আন্দোলন কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষকরা। শীতকালীন ছুটি এবং জাতীয় নির্বাচনের কারণে আন্দোলন কর্মসূচি ডিসেম্বরের ২২ তারিখ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত ছিলো।
জানা গেছে, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত শিক্ষক সমিতির জরুরি সভায় উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ৩ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। পাশাপাশি দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণ ও ঘোষণার জন্য শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে।
আগে বিভাগীয় পরিকল্পনা কমিটির দ্বিমত থাকা সত্ত্বেও চবির বাংলা বিভাগে ৭ জন ও আইন বিভাগে ২ জন শিক্ষক নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত ১৭ ডিসেম্বর অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। পরে কয়েকজন প্রার্থীকে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগে অনশন কর্মসূচি ও উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক সমিতি।
রোববার অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, দীর্ঘদিন ধরে উপাচার্য-উপ উপাচার্য ব্যাপক অনিয়ম ও অগ্রহণযোগ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের একটা মূল দাবি ছিল যে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষকদের কোনো প্রতিনিধি ছিলেন না, এখনো নেই। কিন্তু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে সেখানে অবশ্যই শিক্ষকদের প্রতিনিধি থাকার কথা। আমরা দেখেছি ১৯৭৩ এর আইন লঙ্ঘন করে এবং প্রয়োজন না থাকা সত্ত্বেও বাংলা ও আইন বিভাগসহ অন্যান্য বিভাগে শিক্ষক নিয়োগের আয়োজন করা হয়েছিলো। আমরা এগুলোর প্রতিবাদ করে আসছি।