ভূমিকম্পের সময় ভবন কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে লাফিয়ে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার সকালে মাস্টারদা’ সূর্যসেন হলের এ ঘটনায় ওই শিক্ষার্থী পা ভেঙে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছে।
কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি একটি মাঝারি শ্রেণীর ভূমিকম্প।
আহত মিনহাজুর রহমান (২১) ইসলামী হিস্টরি অ্যান্ড কালচারের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের নড়াইল জেলায়। তিনি সূর্যসেন হলের দ্বিতীয় তলায় থাকতেন।
মিনহাজুর রহমানের বন্ধু সাজিদ রহমান জানান, ঘুমের মধ্যে হঠাৎ কাঁচ ভাঙার শব্দ এবং ভবন কেঁপে উঠতে দেখে আতঙ্কিত হয়ে মিনহাজুর জানালা দিয়ে লাফিয়ে পড়েন। এতে তার পা ভেঙে যায়। পরে অন্য সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত শিক্ষার্থীর পায়ে প্লাস্টার করা হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে, এতে হাড় জোড়া না লাগলে ছোট সার্জারি করা লাগতে পারে।