দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : দেশের তিন জেলায় আজ শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে আগামী ৭ জানুয়ারি ভোটের দিন শীত এখনকার চেয়ে কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশজুড়ে থাকবে কুয়াশা। এ ছাড়া উত্তরের জেলাগুলোয় থাকতে পারে ঘন কুয়াশা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ উত্তরের তিন জেলা দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা কিছু জায়গা থেকে কমতে পারে।
ভোটের দিন আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, তাপমাত্রা এখন কিছুটা বাড়তির দিকে। শীতের অনুভূতি ভোটের দিনও দেশজুড়ে থাকবে। কিন্তু প্রচণ্ড ঠাণ্ডা বলতে যা বোঝায়, তা উত্তরের জনপদ বাদ দিয়ে অন্যত্র না–ও থাকতে পারে।
আবহাওয়াবিদ আজিজুর রহমানের ধারণা, বর্তমানে কুয়াশা পড়তে শুরু করেছে। বিশেষ করে উত্তরের জেলাগুলোয় ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। ভোটের দিন উত্তরের জেলাগুলোয় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কুয়াশা থাকতে পারে।
তিনি বলেন, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও রংপুরে কুয়াশা থাকতে পারে বেশি মাত্রায়। তবে ঢাকাসহ অন্যত্র কুয়াশা হয়তো ততটা থাকবে না। চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা বাড়তে পারে এখনকার তুলনায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, দেশে শীতের অনুভূতি গতকাল বৃহস্পতিবারের চেয়ে খানিকটা কমলেও এখনো যথেষ্ট রয়ে গেছে। শীতের এ অনুভূতি থাকার কারণ ঘন কুয়াশা। স্বাভাবিকভাবেই তাই শীতের অনুভূতি বেশি হচ্ছে। কুয়াশা আরও অন্তত সাত দিন থাকতে পারে।