দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) রোজিনা ইয়াসমিন। এতে সভাপতিত্ব করেন এইচএসসি বিএমটি, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স-এর চেয়ারম্যান মোত্তাশিদা খানম। আরো উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষার্থী-শিক্ষকেরা।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
পরে প্রধান অতিথি এবং সভাপতি ’৭১ এর চেতনা, ২৫ মার্চ রাতের ভয়াল ইতিহাস নিয়ে তাদের বক্তব্য সংক্ষিপ্ত পরিসরে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন। পাশাপাশি আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এরপর ’৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়। সবশেষে কবিতা আবৃত্তি এবং দেশাত্ববোধক গান পরিবেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।