দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : তীব্র শীতের প্রকোপে আগামীকাল মঙ্গলবার ও আগামী বুধবার রংপুর বিভাগের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। এ দুইদিন বিভাগের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা আছে। তাই এ দুইদিন ক্লাসে আসতে হবে না খুদে শিক্ষার্থীদের। তবে শিক্ষকদের যথারীতি স্কুলে আসতে হবে ও অন্যান্য দাপ্তরিকে দায়িত্ব পালন করতে হবে।
সোমবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষার রংপুরের বিভাগীয় উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবহওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি মঙ্গল ও বুধবার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তাই বিভাগীয় কমিশান মহোদয়ের সঙ্গে পরামর্শ করে এ দুই দিন প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে শিক্ষকদের ক্লাসে এসে পাঠদানের প্রস্তুতি ও অন্যান্য দাপ্তরিক কাজে অংশ নিতে হবে।
এদিকে বিভাগ জুড়ে দুইদিন প্রাথমিকের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলেও রংপুর অঞ্চলের মাধ্যমিকের ক্লাস বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। জানতে চাইলে মাধ্যমিক শিক্ষার রংপুর অঞ্চলের উপপরিচালক মো. শফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমাদের অঞ্চল জুড়ে ক্লাস বন্ধের কোনো সিদ্ধান্ত এখনো নেই। কোনো কোনো জেলায় তাপমাত্রা কমে গেলে সিদ্ধান্ত নেয়া হয়। তবে আঞ্চলিক সিদ্ধান্ত এখনো নেই। রোদ উঠলে তাপমাত্রা বেরে যায়। মাধ্যমিকের ক্লাস একটু দেরিতে শুরু হওয়া অসুবিধা হওয়ার কথা নয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।