অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব সরকারি-বেসরকারি হাইস্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
রাত সাড়ে দশটার দিকে অধিদপ্তরের এক কর্মকর্তা বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেন।
উপপরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থিত সব বেসরকারি মাদরাসার পাঠদান কার্যক্রম মঙ্গলবার (৮ আগস্ট) বন্ধ রাখার জন্য বলা হলো।
মাদরাসার সম্পদ ও নথীপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করতে বলেছে অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।