গোষ্ঠীগত সংঘর্ষের জেরে গত ৩ মে থেকে উত্তপ্ত ছিল ভারতের মণিপুর রাজ্য। বন্ধ রাখা হয়েছিল সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রায় দুই মাস পর বুধবার আবার খুলল সে রাজ্যের সব স্কুল। তবে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হয়েছে। প্রথম দিন বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা। খবর পিটিআইয়ের।
সোমবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছিলেন, বুধবার থেকে স্কুল খুলবে। স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস শুরু হবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। তাদের আরজি, রোজ অন্তত কয়েক ঘণ্টা খোলা থাক স্কুল।
প্রথম শ্রেণির ছাত্রী লিনথোই বলেছে, আমি খুব খুশি। দুই মাস পর শিক্ষক এবং বন্ধুদের সঙ্গে দেখা হবে। নতুন জিনিস শিখব। চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক ভবেশ শর্মা বলেন, শিক্ষাই ভিত্তি। আশা করব, রাজ্যে শান্তি ফিরে আসবে। যদিও তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পঞ্চম শ্রেণির এক ছাত্রের বাবা লাইশ্রাম ইবোচৌবা এ বিষয়ে সরকারের আশ্বাস চেয়েছেন।