২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ। অনলাইনে ১০ আগস্ট থেকে আবেদন শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। অনলাইনে ভর্তি আবেদনের ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd)।
ঐতিহ্যবাহী মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ রাজধানী ঢাকার মতিঝিল থানাধীন, মতিঝিল কলোনিতে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত। পরবর্তীতে ১৯৯৫ সালে মূল স্কুলের পাশাপাশি শাখা স্কুল প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে বাসাবোতে স্বভূমিতে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি সন্তোষজনক ফলাফল অর্জন করছে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠানটি ঢাকা বোর্ডে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৯৪ সাল থেকে কলেজ শাখার কার্যক্রম শুরু হয় এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রী ভর্তি শুরু হয়।
প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী, ২১৬ জন অভিজ্ঞ শিক্ষক এবং ৮৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান শাখার ব্যবহারিক কার্যক্রম পরিচালনার জন্য পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের পৃথক পৃথক আধুনিক বিজ্ঞানাগার (ল্যাব) রয়েছে।'
শিক্ষাপ্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত হয়। যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা প্রদান প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি।’ প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে একাধিক আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, সমৃদ্ধ লাইব্রেরি, ক্লোজ সার্কিট ক্যামেরা, হাইভোল্টেজ জেনারেটর এবং সুপরিসর লিফটসহ বিভিন্ন সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে।