রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের বাসাবো শাখায় নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির নতুন অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান খান নুতন কারিকুলামের মূল্যায়ন নিয়ে অভিভাবকদের সচেতন করার উদ্দেশে এ সমাবেশের আয়োজন করেন।
অভিভাবকরা সভায় অংশ নিয়ে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন এবং এ বিষয়ে শিক্ষকদের কাছ থেকে বিস্তারিত জানেন। তারা প্রতি দুই মাস পরপর অভিভাবক সমাবেশ আয়োজন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান খান অভিভাবকদের প্রশ্নের উত্তর দেন এবং নুতন কারিকুলামের বিভিন্ন দিক ভালোভাবে বুঝিয়ে দেন। তাকে সহায়তার করেন আইসিটি শিক্ষক মো. ফাহাদ হাই। আলোচনায় আরো অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসলেহ্ উদ্দিন মনির এবং ইংরেজি শিক্ষক মো. মেজবাহুল ইসলাম।